হোম » প্রধান সংবাদ » দাগনভূঞার চার পুলিশ সদস্যের প্লাজমা দান!

দাগনভূঞার চার পুলিশ সদস্যের প্লাজমা দান!

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞায় থানা পুলিশের মধ্যে করোনা থেকে সুস্থ হওয়া চার সদস্য ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল প্লাজমা দান করেছেন। আজ ২৯ জুলাই ঢাকার ব্লাড ব্যাংকে প্লাজমা প্রদানের নিমিত্তে পুলিশ লাইন্সের হাসপাতালে তারা এই প্লাজমা বিতরণ করেন।
প্লাজমা দানকারীরা হলেন, এসআই মোঃ মনোয়ার হোসেন, এসআই মোঃ মহিউদ্দিন,  এসআই আব্দুল্লাহ আর ফারুক, এএসআই মোঃ সিরাজুল ইসলাম। উল্লেখ্য সারাদেশে করোনা আক্রান্তের পর সুস্থ হওয়া রোগীদের প্লাজমার মাধ্যমে অন্য করোনা  আক্রান্ত ব্যক্তিদের প্লাজমা দানের মাধ্যমে সুস্থ করে তোলা হয়।  তাই করোনা আক্রান্তদের সুস্থ করে তুলতে প্লাজমা দানের কোনো বিকল্প নেই।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!