আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ২৫০০ অসহায় দুস্থদের ঈদ উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ছয়টি ইউনিয়ন তথা আলফাডাঙ্গা সদর, গোপালপুর, বুড়াইচ, বানা, পাঁচুড়িয়া, টগরবন্দ ও পৌরসভার বিভিন্ন স্থানে দুস্থদের খুঁজে খুুঁজে এসব ঈদ উপহার বিতরণ করেন তিনি। উপহার হিসাবে প্রতিটি প্যাকেটে ছিলো পোলাও চাউল, সেমাই, চিনি ও গুঁড়াদুধ।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর বলেন, ‘ঈদে যার যার সামর্থ অনুযায়ী প্রত্যেকের কমবেশি সাহায্য সহযোগিতা করে থাকেন। কিন্ত অনেক ক্ষেত্রে তা প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের কাছে পৌঁছায় না। সে কারণেই তিনি নিজে ঘুরে ঘুরে এভাবে এক হাজার জন অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার পৌঁছে দেন।’
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
জয়পুরহাটে বম্বু ইউনিয়নে নতুন ইয়ুথ গ্রুপ গঠন
কিশোরগঞ্জে রমজানজুড়ে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছে জে সি অ্যাগ্রো ফার্ম
একজন মাদকমুক্ত, আদর্শিক ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা শাকিলুজ্জামান শাকিল