আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ২৫০০ অসহায় দুস্থদের ঈদ উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ছয়টি ইউনিয়ন তথা আলফাডাঙ্গা সদর, গোপালপুর, বুড়াইচ, বানা, পাঁচুড়িয়া, টগরবন্দ ও পৌরসভার বিভিন্ন স্থানে দুস্থদের খুঁজে খুুঁজে এসব ঈদ উপহার বিতরণ করেন তিনি। উপহার হিসাবে প্রতিটি প্যাকেটে ছিলো পোলাও চাউল, সেমাই, চিনি ও গুঁড়াদুধ।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর বলেন, ‘ঈদে যার যার সামর্থ অনুযায়ী প্রত্যেকের কমবেশি সাহায্য সহযোগিতা করে থাকেন। কিন্ত অনেক ক্ষেত্রে তা প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের কাছে পৌঁছায় না। সে কারণেই তিনি নিজে ঘুরে ঘুরে এভাবে এক হাজার জন অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার পৌঁছে দেন।’
আরও পড়ুন
কুবিতে ভলিবল প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন বাংলা ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
অবৈধ স্বর্ণ পাচারকালে মোটরসাইকেলসহ চুয়াডাঙ্গা ডিবির হাতে গ্রেফতার ১
রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় চারজন নিহত