হোম » প্রধান সংবাদ » দীপু মৃধার ১০ম ধাপে ১৫’শত মাস্ক বিতরণ

দীপু মৃধার ১০ম ধাপে ১৫’শত মাস্ক বিতরণ

শেখ নাইম ইসলা,মোংলা  প্রতিনিধি: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে নাজেহাল পুরো বিশ্ব।করোনা ভাইরাস সংক্রমন রোধে ও জনসাধারণের মাঝে মাস্ক  ব্যবহার শতভাগ নিশ্চিত করতে  এবং  সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানবতার ফেরিওয়ালা মোংলা উপজেলার দক্ষিণ চাঁদপাই গ্রামের কৃতি সন্তান দিপঙ্কর মৃধা দিপু খাদ্য সহায়তার পাশাপাশি ২০ হাজার মাস্ক বিতরণ করার কার্যক্রম গ্রহণ করছেন।
দিপঙ্কর মৃধা দিপু তার প্রতিনিধিদের মাধ্যমে মোংলা উপজেলা এবং মোড়েলগঞ্জ উপজেলার প্রায় সকল স্থানে পথচারীসহ, ভ্যান চালক, সাধারণ মানুষ এবং দোকান মালিকদের মাঝে মাস্ক বিতরণ করছেন। ২৮ জুলাই মঙ্গলবার বিকালে  মোড়েলগঞ্জ থানার ১নং ওয়ার্ডের ডেউয়াতলা কে.সি মাধ্যমিক বিদ্যালয়  প্রাঙ্গণে দিপু মৃধার ২০ হাজার মাক্স বিতরণ কর্মসূচির ১০ম দিনের কার্যক্রম পালিত হয়।দীপু মৃধার প্রতিনিধিরা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে বৃষ্টিতে ভিজে ১০ম দিনের কার্যক্রম পালন করেন।  এ সময়ে ১৫’শত  মাস্ক বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-১৫৯ নং পূর্ব কুরুপের দাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রন্জিত  কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ডেউয়াতলা কে.সি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মুকুল কান্তি পাইক এবং অখিঁল বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন-আশিশ বিশ্বাস, মৃনাল বিশ্বাস, সুজন হালদার, দুলাল সরকার, চন্ঞল বিশ্বাস, ইন্দ্রজিত মন্ডল, মিঠু বিশ্বাস, অপূর্ব মজুমদারসহ  আরো অনেকে।  দিপঙ্কর মৃধার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন-আফজাল হোসেন,  শেখ নাইস ইসলাম, মোঃ শাহ্ আলম,শুভ বিশ্বাস, মনোজিত সরকার,বায়জিদ হোসেন এবং ইসমাইল হোসেন।

Loading

error: Content is protected !!