হোম » প্রধান সংবাদ » নাটোরের নলডাঙ্গগায় করোনস  উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নাটোরের নলডাঙ্গগায় করোনস  উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নলডাঙ্গার ছাতার ভাগে ইউনুস আলী (৫২) নামের একজন ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে গতরাত সাড়ে ১১ টার সময় রাজশাহী মেডিকেল হাসপাতালে মারা গেছেন। জানা যায় প্রায় ১৫ দিন ধরে জ্বর কাশিতে ভুগছিলেন।

স্থানীয় ক্লিনিক বিসমিল্লাহ হাসপাতালে গেলে তারা নাটোর সদর হাসপাতালে ভর্ত্তি হতে বলে কিন্তু হাসপাতালে না যেয়ে বাসাতে চিকিৎসা নিচ্ছিলেন ইউনুস আলী। গতকাল জ্বরের সঙ্গে শ্বাস কষ্ট বেড়ে গেলে নাটোর সদর হাসপাতালে ভর্ত্তি হন পরবর্ত্তীতে সেখান থেকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার সময় রাত সাড়ে এগারোটায় পথিমধ্যে মারা যান। ইউনুস আলী বগুড়াতে মেয়ের বাড়িতে যাতায়াত করতেন। চলতি মাসের ৮ তারিখে বগুড়া থেকে এসেছিলেন। তারপর থেকেই জ্বরে ভুগছিলেন বলে জানা যায়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!