আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ‘মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় ৫০০ ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলামের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে এ গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণের বিষয়ে জানতে চাইলে মো. কামরুল ইসলাম জানান, ‘বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু। করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেন, যার মূল উৎস হচ্ছে বৃক্ষ। কিন্তু বাড়িঘর নির্মাণ আর কলকারখানা স্থাপনের কারণে দিনকে দিন বন উজাড়ে বাংলাদেশ সবুজতা হারাচ্ছে। দেশের বনজ সম্পদের পরিমাণ বৃদ্ধি ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার নিমিত্তে এসকল বৃক্ষ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে এই বর্ষা মৌসুমে সবাই যেন বৃক্ষরোপণ করেন সে বিষয়েও সামাজিক সচেতনতা ও উৎসাহিত করছি।’ চারা বিতরণ কালে উপজেলা যুবলীগ, ইউনিয়ন যুবলীগ ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কুকুরের কামড়ে অসুস্থ নূসরাতের পাশে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার
নোয়াখালী হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা
চাটখিলে অবরোধের সমর্থনে মশাল মিছিল