মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “চা শ্রমিকদের মজুরি নুন্যতম ৫০০ টাকা নির্ধারণের দাবির যৌক্তিকতা এবং নায্য মজুরী আদায়ে লক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন বিষয়ে নাগরিক ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার ২৬ জুলাই দুপুরে উপজেলার রাধানগর লিচি বাড়ি প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর উপদেষ্টা, এডভোকেট আবুল হাসানের সঞ্চালনায় ও বিকাশ রুদ্র পাল মন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এডভোকেট মইনুর রহমান, আ্যড. জুনায়েদ আহমেদ, জলি পাল, প্রীতম দাশ, মিঠুন বোনার্জী, কিরণ বৈদ্য, চন্দন বোনার্জী প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ১৭০ বছরের চা শ্রমিকের বঞ্চনার ইতিহাস আজও বহমান। এদেশে নেই তাদের ভূমির অধিকার। স্থায়ী আবাসনের অভাবে হয় না ভাল চাকুরী, পায় না তরুনরা ব্যাংক ঋণ। ১০২ টাকা মজুরী দিয়ে জীবিকা চালাবে না স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাস্ক কিনবে। এরা অপুষ্টিতে ভুগছে প্রতিনিয়ত, কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার। এসময় তারা মতবিনিময় সভার মাধ্যমে চা শ্রমিকদের দৈনিক মজুরী নুন্যতম ৫০০ টাকা নির্ধারনের আহবান জানান।বংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহবানে ও চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুব আন্দোলন এর সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
পীরগঞ্জে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধুর মৃত্যু
ঝড় বৃষ্টির বাঁধা অতিক্রম করেও বাজার মনিটরিং ফুলবাড়ী প্রশাসনের
চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে হিন্দু ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ