রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক(৫৫) নামের মোটরসাইকেল চালক মারা গেছেন। তিনি বগুড়া সদরের নারুলী এলাকার বাসিন্দা এবং আদমদীঘি উপজেলা প্রকৌশলী দপ্তরের হিসাব রক্ষক। ২৬জুলাই রোববার বিকালে নওগাঁ-বগুড়া সড়কের তিষীগাড়ী নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন বিকেলে মোটরসাইকেল চালক আদমদীঘি থেকে বগুড়ায় যাচ্ছিলেন।
পেছন থেকে শতাব্দি পরিবহন নামে একটি ট্রাক(ঢাকা মেট্রো-ট-২২-২৯৭৩) ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর পড়ে যায়। এসময় ঘাতক ট্রাকটি তার ওপরদিয়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ঘটনাস্থলের অদূরে সিও অফিস বাসস্ট্যান্ড কাঁচা বাজার এলাকায় রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ান সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে আসেন।
আরও পড়ুন
জয়পুরহাটে বম্বু ইউনিয়নে নতুন ইয়ুথ গ্রুপ গঠন
কিশোরগঞ্জে রমজানজুড়ে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছে জে সি অ্যাগ্রো ফার্ম
একজন মাদকমুক্ত, আদর্শিক ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা শাকিলুজ্জামান শাকিল