জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার শহরের কালিতলায় মরহুম ময়েজ উদ্দীন আহমেদ ও মরহুমা রোকেয়া বেগম স্মৃীতি সংসদের আয়োজনে ১০০টি অসহায় ও দু:স্থ্য পরিবারের মাঝে চাল ৪কেজি, ডাল ১কেজি, চিনি ১কেজি, সেমাই ৫০০ গ্রাম ও আলু ২কেজি বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম, রেজা মৃধা, ওবায়দুল, রাজা, পল্টন, রমজান আলী। আয়োজকরা বলেন,
বিশ্বব্যাপী করোনা সংকটকালীন সময়ে মরহুম ময়েজ উদ্দীন আহমেদ ও মরহুমা রোকেয়া বেগম স্মৃীতি সংসদের উদ্যোগে নিয়মিত ভাবে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখা হয়েছে। এছাড়াও বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষুধ বিতরনসহ নানা ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ও বন্যার কারণে অসহায় ও দু:স্থ্য পরিবারগুলোর মাঝে এই ত্রাণ হিসেবে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরন করা হয়।
আরও পড়ুন
জয়পুরহাটে বম্বু ইউনিয়নে নতুন ইয়ুথ গ্রুপ গঠন
কিশোরগঞ্জে রমজানজুড়ে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছে জে সি অ্যাগ্রো ফার্ম
একজন মাদকমুক্ত, আদর্শিক ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা শাকিলুজ্জামান শাকিল