হোম » প্রধান সংবাদ » চুয়াডাঙ্গা জেলার জীবননগর  থানা অফিসার  ইনচার্জ বলেন   চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে “

চুয়াডাঙ্গা জেলার জীবননগর  থানা অফিসার  ইনচার্জ বলেন   চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে “

মো: তারিকুর  রহমান চুয়াডাংগা প্রতিনিধি :  “চলো যা যুদ্ধে, মাদকের বিরুদ্ধে ” চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে সীমান্তবর্তী উপজেলা জীবননগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে সীমান্ত ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান সমূহে  জীবননগর থানা পুলিশের প্রচারাভিযান।এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো : সাইফুল ইসলাম, ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদসহ থানার কর্মকর্তা কর্মচারীবৃন্দ”।
জীবননগর উপজেলা ভারত বডার সংলগ্ন হওয়াই মাদকের চোরাচালান ব্যবসা অতিমাত্রায় বেড়ে যায় । মাননীয় সরকারের নির্দেশনায়  মাদকমুক্ত দেশ গড়ার তাগিদে  জীবননগর থানার   ওসি  এই উপজেলাকে মাদক মুক্ত করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি সর্বসাধারণকে জাগ্রত করে বলেছেন এই এলাকায় মাদক চলবে না, মাদক ব্যবসায়ীরা থাকতে পারবেনা I তিনি আরো বলেন চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে ।

Loading

error: Content is protected !!