হোম » প্রধান সংবাদ » বগুড়া ধুনটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু আহত ৩

বগুড়া ধুনটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু আহত ৩

এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বজ্রপাতে শুকুর আলী (৪৮) নামে এক কৃষকের মৃত্যু
হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। নিহত শুকুর আলী চৌকিবাড়ী ইউনিয়নের নশরতপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সোমবার সকাল ১১ টায় ওই গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন একই গ্রামের হযরত আলীর ছেলে ফরহাদ হোসেন. নবির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ও আজাহার আলীর ছেলে আফসার আলী।

স্থানীয় সুত্রে জানা যায়, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সোমবার সকাল থেকে শুকুর আলী, ফরহাদ হোসেন, আব্দুল মান্নান ও আলী আফসার বাড়ীর পার্শ্বে নিজ নিজ জমিতে রোপা ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করেতে ছিলো। সকাল ১১ টায় বৃষ্টি প্রবনতা বেশি হয় এবং বজ্রপাত হতে থাকে। বজ্রপাতে শুকুর আলী জমিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনা বাকি ৩ জন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেছেন।

Loading

error: Content is protected !!