বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থেকে গেল বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন গৃহবধূ ফাতিমা খানমকে (৪০) উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে তাকে উদ্ধার করা হয়। ফাতিমা উপজেলার সদর ইউনিয়নের জাহারগাঁও গ্রামের আপ্তাব আলীর স্ত্রী।
টার্মিনালে ফাতিমাকে বসে থাকতে দেখে শুক্রবার রাতে একজন অজ্ঞাতনামা ব্যক্তি তার পরিবারের সদস্যদেরকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফাতিমার পরিবারের লোকজন ঢাকা গিয়ে শনিবার সকালে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের জননী ফাতেমা ঘর থেকে বেরিয়ে যান। তিনি নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবারের সদস্যরা নিজেদের আত্মীয়-স্বজনদের বাড়ি ছাড়াও আশাপাশ এলাকায় সন্ধান করে তাকে না পেয়ে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
জয়পুরহাটে বম্বু ইউনিয়নে নতুন ইয়ুথ গ্রুপ গঠন
কিশোরগঞ্জে রমজানজুড়ে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছে জে সি অ্যাগ্রো ফার্ম
একজন মাদকমুক্ত, আদর্শিক ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা শাকিলুজ্জামান শাকিল