এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে উপজেলা চত্বরের পুকুরে ৩০ কেজি রুই, কাতল মৃগেল ও ঘাসকার্ব মাছের পোনা অবমুক্ত কর্মসূচীর উদ্বোধন ও একজন মাছ চাষীকে চাষের উপকরণ হিসেবে একটি পিকআপ ভ্যান বিতরণ করা হয়। আজ ২৭ জুলাই রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে পোনা মাছ অবমুক্ত করণ ও পিকআপ ভ্যান বিতরণের অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা মৎস কর্মকর্তা জনাব লতিফুর রহমান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মৎস অধিদপ্তরের এনএটিপি- এর সহকারী পরিচালক ডঃ রাজু আহমেদ, ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা প্রমুখ।
এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে জাতীয় কর্মসূচীর আলোকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ নিয়েছে । তাছাড়া দুপুরে শিমুলকান্দি ইউনিয়েনে খাচায় মাছ চাষ প্রকল্পে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
আরও পড়ুন
হাতীবান্ধায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে অন্তসত্ত্বা নারীর আত্মহত্যা
চকরিয়াতে ট্রেন দেখতে গিয়ে দুই ভাই-বোন নিহত
ফুলবাড়ীতে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত