শেখ নাইম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ সুন্দরবন থেকে হরিণের ৩০ কেজি মাংস, দুটি মাথা ও ৮টি পা উদ্ধার করা হয়েছে।রোববার (২৬ জুলাই) সকালে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল টহল ফাঁড়ির বনরক্ষীরা এগুলো উদ্ধার করেন।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, সকালে নিয়মিত টহলের সময় চাড়াখালী খালে দুটি নৌকায় দুজনকে দেখা যায়। তাদের ডাকলে বনের পাশে তারা নৌকা থামান। কিন্তু বনরক্ষীরা কিছু বোঝার আগেই দৌড়ে পালিয়ে যান তারা।
এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে হরিণের ৩০ কেজি মাংস, দুটি মাথা, ৮টি পা উদ্ধার করা হয়। জব্দ করা হয় নৌকা দুটি। বন আইনে মামলার পর এসব আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
পীরগঞ্জে সরকরি জমি দখলের পায়তারা, ৫৮ জনের নামে মামলা
দাগনভূঞায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বগুড়ার আদমদীঘিতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু