শাহজাহান সিরাজ : গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাসের চাপায় ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরো এক যাত্রী। রবিবার (২৬ জুলাই) সকাল ১১ টার দিকে পলাশবাড়ি উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ি থানার অফিসার ইনর্চাজ মাসুদার রহমনা মাসুদ জানান,
রংপুর থেকে একটি দ্রুতগামী মাইক্রোবাস বগুড়ার দিকে যাওয়ার পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সাফি নিহত হয় এবং ভ্যানে থাকা যাত্রী মমতাজ বেগম গুরুত্বর আহত হন এ সময় তার কোলে থাকা শিশু নাহিদ নিহত হয়। আহত মমতাজ বেগমকে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করে স্থানীয়রা।
আরও পড়ুন
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ
ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা