মো :তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে ২৫ জুলাই শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে চুয়াডাংগা থানার একটি চৌকস টিম চুয়াডাংগা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচলনা করেন। এসময় ১৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আসামি চুয়াডাঙ্গা থানাধীন দৌলতদিয়াড় গ্রামস্থ চুনুরী পাড়া মোঃ আবুর কাশেমের চায়ের দোকানের সামনে হইতে মোঃ জসিম উদ্দিন(৩৭), পিতা-মৃত ইসলাম আলী, মাতা-মৃত জহুরা খাতুন, সাং-চালিতাতলী ( বাচার বাপের বাড়ী, ওয়ার্ড নং-০৩), থানা-আনোয়ারা, জেলা-চট্রগ্রাম।
অপর আসামিকৃত হলেন চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের মিনারুল ইসলামের ছেলে মোঃ জীবন ইসলাম(২৩) কে কুকিয়া চাদপুর গ্রামস্থ প্রতিবন্দি স্কুলের সামনে হতে আটক করে পুলিশ। এ সময় তাহার কাজ থেকে ০৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনাকে সর্বতো সমর্থন অব্যাহত রাখতে হবে — রবি উপাচার্য
জাতীয় দিবস মহান স্বাধীনতা -২০২৩ উপলক্ষে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত
ফ্রিজে ঢুকিয়ে কুরিয়ারে ফেনসিডিলের চালান!