শেখ নাইম ইসলাম,মোংলা প্রতিনিধি: “স্বাস্থ্য বিধি মেনে চলি, সবাই মিলে মাস্ক পরি” বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জন সাধারনের স্বাস্থ্য সুরক্ষায় ১০ হাজার মাস্ক বিতরণের অংশ হিসাবে- মোংলার কালিকা বাড়ী দিপঙ্কার মৃধা’র ১ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকালে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নিমাই অধিকারী এর হাতে হস্তান্তর করা হয় ১ হাজার মাস্ক। এ সময় উপস্থিত ছিলেন, তুষার মৈত্র ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা প্রফুল্ল শিকদার, প্রাক্তন ইউপি সদস্য বিনোদ মন্ডল, কালিকা বাড়ী যুব সংঘের সভাপতি বিশ্বজিৎ বাগচী, সাধারণ সম্পাদক সুব্রত গুপ্ত, চিলা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অম্বিক মৈত্র, এনজিও প্রতিনিধি প্রদীপ কুমার মৈত্রসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় দিপু মৃধা’র প্রতিনিধির হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আফজাল হোসেন, মোঃ শাহ- আলম, শুভ বিশ্বাস’সহ প্রমূখ। অনুষ্ঠানে কালিকা বাড়ী যুব সংঘের সভাপতি বিশ্বজিৎ বাগচী দিপু মৃধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দিপু মৃধার সুস্থতা কামনা করে, তাকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ
ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা