মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধানী অবস্থায় তিনি মারা যান। নিহত ওই ব্যক্তির নাম আবুল কালাম (৬০)। তাঁর বাড়ি উপজেলার তালিমপুর ইউনিয়নের তালিমপুর গ্রামে। বড়লেখা পৌরশহরে তাঁর একটি কাপড়ের দোকান রয়েছে। শুক্রবার রাত নয়টায় স্বাস্থ্যবিধি মেনে তাঁকে দাফন করা হয়েছে। এনিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কালাম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। কিছুদিন আগে তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর স্বজনরা তাঁকে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর নমুনা পরীক্ষা করা হয়। এতে তাঁর প্রতিবেদন পজিটিভ আসে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
জয়পুরহাটে বম্বু ইউনিয়নে নতুন ইয়ুথ গ্রুপ গঠন
কিশোরগঞ্জে রমজানজুড়ে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছে জে সি অ্যাগ্রো ফার্ম
একজন মাদকমুক্ত, আদর্শিক ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা শাকিলুজ্জামান শাকিল