মোঃরিমন চৌধুরী,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় পাঁচ মাদকসেবীকে তিন মাসের করে কারাদন্ড ও পাচশত টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের জেল দিয়েছে ভ্র্যাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কমলেশ,এএসআই
মহাদেব, মামুন সঙ্গীয়ফোর্সসহ মাদক নির্মূলের বিশেষ অভিযান চালিয়ে ডোমার বাজাররস্থ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পিছনে গাঁজা সেবনের সময় পাঁচ মাদকসেবীকে আটক করে।
খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে তিন মাসের কারাদন্ড ও পাঁচ শত টাকা জরিমানা অনাদায়ে তিনদিনের জেল প্রদান করেন।ওই দিন বিকালেই তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, চিকনমাটি ধনীপাড়া গ্রামের সামছুল ইসলামের ছেলে জাকির ইসলাম (১৮), হাবিল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (১৭), পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়ার রবিউল ইসলামের ছেলে শাকিব ইসলাম (১৭), পূর্ব চিকনমাটি বসতপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে রহিদ বর্ষণ (১৭) ও ছোট রাউতা সাহা পাড়ার মৃত মনোরঞ্জন ভৌমিকের ছেলে কাঞ্চন ভৌমিক (৩৪)। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগামী ৩১ আগষ্টের মধ্যে আমরা ডোমার উপজেলা মাদকমুক্ত ঘোষনা করবো। সে লক্ষে মাদক ব্যবসায়ী ও সেবীদের গ্রেফতারের জন্য নিয়মিত বিশেষ অভিযান চলছে।
আরও পড়ুন
সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক ও সাবেক এসপিসহ ১৪১ জনের বিরুদ্ধে পৃথক ৩ টি হত্যা মামলা
সেন্টমার্টিন নৌ-পথে ট্রলারকে লক্ষ্য করে গুলি
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু