হোম » প্রধান সংবাদ » শেরপুরে পানিবন্দি  এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব

শেরপুরে পানিবন্দি  এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব

শেরপুর প্রতিনিধিঃ টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে ক্রমশ শেরপুরের বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। ওই পরিস্থিতিতে সোমবার বিকেলে সদর উপজেলার বন্যাকবলিত চরপক্ষীমারী ইউনিয়নের পোড়ারদোকানসহ কয়েকটি এলাকা পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধিসহ বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের সাথে কথা বলেন এবং তাদের সহায়তার আশ্বাস দেন। সেইসাথে বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিতে জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করেন।

এরপর তিনি সদর উপজেলার লছমনপুর, চরমোচারিয়া ও কামারেরচর ইউনিয়নের বন্যাকবলিত আরও কয়েকটি এলাকা পরিদর্শন করেন। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, এনডিসি মিজানুর রহমান, সহকারী কমিশনার সাদিক শাফিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় দুঃস্থদের সহায়তায় জেলায় ১৫০ মেট্রিক টন চাল এবং আড়াই লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

Loading

error: Content is protected !!