হোম » প্রধান সংবাদ » হরিপুরে ৯হাজার ১৫৭জন কে দেওয়া হবে চাল

হরিপুরে ৯হাজার ১৫৭জন কে দেওয়া হবে চাল

জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ইদুল ফিতরে করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকলেও সরকার ভিজিএফ’এর পরির্বতনে দরিদ্র ও দুস্থদের মাঝে দেওয়া হয় ত্রাণ। তবে এবারও ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় প্রতিবারের ন্যায় দেওয়া হবে ইদুল আযাহা উপলক্ষে দরিদ্র ও দুস্থদের মাঝে ভিজিএফ চাল। সীমান্ত এই উপজেলায় ৫৭০ মেট্রিক টন চাল ৯ হাজার ১৫৭ জন ব্যাক্তির মাঝে বিতরণ করা হবে।

৫৭০ মেট্রিক টন চাল এর মধ্যে ১নং গেদুড়ায় ১৮,৪৫ মে, পাবে ১ হাজার ৮৪৫ জন। ২নং আমগাঁও ১৮,৪৫০ মে, পাবে ১ হাজার ৭১০ জন। ৩নং বকুয়া ১৪,৬ মে, পাবে ১ হাজার ৬০ জন। ৪নং ডাঙ্গীপাড়া ১৪,০০ মে, পাবে ১ হাজার ৪০ জন। ৫নং হরিপুর (সদর) ১৪,০০ মে, ১৪ হাজার ৭০ জন এবং ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ থেকে ১২, ৩২০ মে,

পাবে ১ হাজার ২৩২ জন ব্যাক্তিদের মাঝে এই সব চাল বিতরণ করা হবে। প্রকৃত দরিদ্র ও দুস্থদের তালিকা তৈরি করে ইদুল আযাহা উপলক্ষে সরকার যে ৫৭০ মে,টন চাল বরাদ্দ দিয়েছে তা ৯ হাজার ১৫৭ জন ব্যাক্তির মাঝে সঠিক ভাবে বিতরণ করা হবে বলে জানান উপজেলা নিবার্হী অফিসার আব্দুল করিম। জে,ইতি

error: Content is protected !!