জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ইদুল ফিতরে করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকলেও সরকার ভিজিএফ’এর পরির্বতনে দরিদ্র ও দুস্থদের মাঝে দেওয়া হয় ত্রাণ। তবে এবারও ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় প্রতিবারের ন্যায় দেওয়া হবে ইদুল আযাহা উপলক্ষে দরিদ্র ও দুস্থদের মাঝে ভিজিএফ চাল। সীমান্ত এই উপজেলায় ৫৭০ মেট্রিক টন চাল ৯ হাজার ১৫৭ জন ব্যাক্তির মাঝে বিতরণ করা হবে।
৫৭০ মেট্রিক টন চাল এর মধ্যে ১নং গেদুড়ায় ১৮,৪৫ মে, পাবে ১ হাজার ৮৪৫ জন। ২নং আমগাঁও ১৮,৪৫০ মে, পাবে ১ হাজার ৭১০ জন। ৩নং বকুয়া ১৪,৬ মে, পাবে ১ হাজার ৬০ জন। ৪নং ডাঙ্গীপাড়া ১৪,০০ মে, পাবে ১ হাজার ৪০ জন। ৫নং হরিপুর (সদর) ১৪,০০ মে, ১৪ হাজার ৭০ জন এবং ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ থেকে ১২, ৩২০ মে,
পাবে ১ হাজার ২৩২ জন ব্যাক্তিদের মাঝে এই সব চাল বিতরণ করা হবে। প্রকৃত দরিদ্র ও দুস্থদের তালিকা তৈরি করে ইদুল আযাহা উপলক্ষে সরকার যে ৫৭০ মে,টন চাল বরাদ্দ দিয়েছে তা ৯ হাজার ১৫৭ জন ব্যাক্তির মাঝে সঠিক ভাবে বিতরণ করা হবে বলে জানান উপজেলা নিবার্হী অফিসার আব্দুল করিম। জে,ইতি
আরও পড়ুন
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনাকে সর্বতো সমর্থন অব্যাহত রাখতে হবে — রবি উপাচার্য
জাতীয় দিবস মহান স্বাধীনতা -২০২৩ উপলক্ষে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত
ফ্রিজে ঢুকিয়ে কুরিয়ারে ফেনসিডিলের চালান!