মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তা (উপজেলা সমাজসেবা কর্মকর্তা) মাহবুবুল আলমের উপর হামলা চালায় চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদের লোকজন।
এসময় ওই কর্মকর্তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন গ্রাম পুলিশ সেরাজুল ইসলাম। হাতীবান্ধা উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ট্যাগ কর্মকর্তা) মাহবুবুল আলম বলেন, অনিয়মের অভিযোগে গতকাল বুধবার ত্রাণ বিতরণ বন্ধ করে দেয়া হয়। আজ আবারও অনিয়ম দেখতে পেলে আমি প্রতিবাদ করি। কিছু বুঝে ওঠার আগেই চেয়ারম্যানের লোকজন আমার উপর হামলা করে।
এ সময় আমি হলরুমে আটকা পরে যাই। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ডাউয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ। হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
কিশোরগঞ্জের হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের চেয়ারম্যান মীরন অর রশীদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
সিরাজগঞ্জের গরু, মহিষের হাড়ের গুড়ো ঔষুধ শিল্পের চাহিদা মেটাচ্ছে