হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় ত্রাণ বিতরণে কর্মকর্তার উপর হামলা; গ্রাম পুলিশ আহত

হাতীবান্ধায় ত্রাণ বিতরণে কর্মকর্তার উপর হামলা; গ্রাম পুলিশ আহত

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তা (উপজেলা সমাজসেবা কর্মকর্তা) মাহবুবুল আলমের উপর হামলা চালায় চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদের লোকজন।
এসময় ওই কর্মকর্তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন গ্রাম পুলিশ সেরাজুল ইসলাম। হাতীবান্ধা উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ট্যাগ কর্মকর্তা) মাহবুবুল আলম বলেন, অনিয়মের অভিযোগে গতকাল বুধবার ত্রাণ বিতরণ বন্ধ করে দেয়া হয়। আজ আবারও অনিয়ম দেখতে পেলে আমি প্রতিবাদ করি। কিছু বুঝে ওঠার আগেই চেয়ারম্যানের লোকজন আমার উপর হামলা করে।
এ সময় আমি হলরুমে আটকা পরে যাই। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ডাউয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ। হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Loading

error: Content is protected !!