কাজী মাজহারুল ইসলাম:
আমরা আমাদের সীমানা ভুলে
দম্ভ ভরে হাওয়ার উপরে উড়ি!
সূতায় টান দিয়ে বুঝান বিধাতা
আমরা শুধুই তার হাতের ঘুড়ি।
মানুষ আজ মহাকাশ জয় করে
গ্যালাক্সিতে কত গ্রহ খুঁজে পায়!
অথচ প্রভুর অণুসম সৃষ্টির কাছে
মানুষ কুপোকাত- বড় অসহায়!
মহামহিমের কত অপার কৃপায়-
অনন্ত নিয়ামত শুধু করিই গ্রহণ!
একটু করিনা তার শুকুরগুজারি
অহংবোধে আত্নাকে করিই দহন।
আঠারো হাজার মাখলুকাতেরে-
তবু তুমি বাঁচাও, তুমি মহাত্রাতা!
আমরা সোপর্দ তোমারই সেজদায়
অণুগ্রহ করো- ক্ষমা করো বিধাতা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
পীরগঞ্জে ১৬০ মুক্তিযোদ্ধাকে দেওয়াল ঘড়ি উপহার
সোনাইমুড়ীতে পাইপগান,অটোরিক্সা সহ দুই ছিনতাইকারী আটক
বগুড়ার শেরপুরে বিদ্যুৎপৃষ্টে রংমিস্ত্রী নিহত