হোম » প্রধান সংবাদ » জীবননগর ও দামুড়হুদা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্ত

জীবননগর ও দামুড়হুদা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্ত

মো: তারিকুর রহমান  চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (২২ জুলাই) জীবননগর উপজেলা প্রশাসন ও মৎস্য অদিপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ আরও অনেকে। এছাড়া একই সময়ে দামুড়হুদায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।   এ বছর ২১-২৭ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে।
error: Content is protected !!