রবিউল হাসান লায়ন,জামালপুরঃ “ মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জামালপুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। বুধবার সকালে জামালপুর আব্দুল হাকিম স্টেডিয়াম সংলগ্ন জিলা স্কুল পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের আয়োজন করেন জেলা মৎস্য অধিদপ্তর। জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মোঃ আব্দুল মজিদ, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কায়সার মোহাম্মদ মঈনুল হাসান, জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক, জামালপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেসা, সহকারী পরিচালক মিজানুর রহমান, খামার ব্যবস্থাপক মোঃ মোখলেছুর রহমান প্রমুখ। অতিথিবৃন্দ জিলা স্কুল পুকুরে কার্প জাতীয় তিন প্রজাতির ৪০ কেজি পোনা মাছ অবমুক্ত করেন।
আরও পড়ুন
সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক ও সাবেক এসপিসহ ১৪১ জনের বিরুদ্ধে পৃথক ৩ টি হত্যা মামলা
সেন্টমার্টিন নৌ-পথে ট্রলারকে লক্ষ্য করে গুলি
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু