ইকবাল হোসেন জীবন,মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাইয়ে সিজিএফ-বাক কীপার খামারীদের মাঝে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে
উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে ব্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকেল্পর আওতায় ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, গত অর্থবছরের ন্যায় চলতি অর্থবছরে ব্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প হতে ২ জন সি.জি.এফ খামারীকে প্ল্যাস্টিক মাচা,
প্ল্যাস্টিক নেট সম্বলিত ১০ হাজার টাকার মূল্যের আধুনিক ছাগলের ঘর, ৩০ কেজি মিল্ক রিপ্লেশার, ২ কেজি ভিটামিন মিনারেল প্রিমিক্স, ২ লিটার লিভারটনিক, ৫০০ মিলি জিংক সিরাপ, ৩০ পিচ কৃমিনাশক, পি.পি আর রোগের টিকা ও ডিজিটাল সাইন বোর্ড দেওয়া হয়। এছাড়া একজন বাক কিপারকে হাটহাজারী সরকারী ছাগল উন্নয়ন খামার হতে উন্নত জাতে ২টি পাঠা, প্ল্যাস্টিক মাচা, প্ল্যাস্টিক নেট সম্বলিত আধুনিক ছাগলের ঘর, ৫কেজি ভিটামিন মিনারেল প্রিমিক্স, ২লিটার লিভারটনিক,
৫০০ মিলি জিংক সিরাপ, ৩০ পিস কৃমিনাশক, পি.পি.আর রোগের টিকা, ডিজিটাল সাইন র্বোড, দানাদার খাদ্য বিতরণ করা হয়। এদিকে বেশী বাচ্চা উৎপাদনকারী একজন শ্রেষ্ঠ ছাগী পালন খামারী ও একজন শ্রেষ্ঠ পাঠা পালন খামারীকে ১টি করে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরেনারি সার্জন ডাঃ জয়িতা বসু, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ ফরিদুল ইসলাম, ডাঃ মিনহাজুল করিম প্রমুখ।
আরও পড়ুন
জয়পুরহাটে বম্বু ইউনিয়নে নতুন ইয়ুথ গ্রুপ গঠন
কিশোরগঞ্জে রমজানজুড়ে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছে জে সি অ্যাগ্রো ফার্ম
একজন মাদকমুক্ত, আদর্শিক ও পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা শাকিলুজ্জামান শাকিল