মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: ভোগান্তি নাটোরের পথে পথে। এর শেষ কোথায় তা কেউ জানেনা। আর দূর্ঘটনা যেন নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে! নাটোরের প্রতিটি উপজেলার মানুষের কাছে। যেমন ধরুন নাটোরের সিংড়ার ছাতারদিঘী ইউনিয়নের পাকিসা থেকে স্থাপনদিঘী বাজার পর্যন্ত ও বড় চৌগ্রাম স্কুলবাজের মসজিদের কাছে রাস্তা। নাটোর বোনবেলঘুড়িয়ার মোড় থেকে নলডাঙ্গা উপজেলা পর্যন্ত রাস্তার দীর্ঘদিন যাবত বেহাল অবস্থা। এসব রাস্তার মধ্যে এমন সব বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পথচারীরা পরছেন বিপাকে। প্রতিদিনই ঘটছে ছোট বড় সড়ক দূর্ঘটনা । একদিকে বণ্যা অপরদিকে চলাচলের রাস্তাগুলো ভাংগা ম্থানীয়দের ক্ষোভ চরমে।
যে এসব গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা,নষ্ট হচ্ছে গাড়ি প্রাণ যেতে পারে যাত্রীর,ভোগান্তি তে পড়ছে যাত্রীরা। এসব গর্ত পূরনের জন্য কিংবা সংস্কারের জন্য বার বার বলেও লাভ হচ্ছে না বলে অভিযোগ করেছে স্থানীয় গাড়ি চাকল ও যাত্রীগণ। স্থানীয়রা জানান আমরা আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছি। অন্যথায় এসব দূর্ঘটনা আপনাদের কে ঘৃনা ও ধিক্কার দেওয়ার কারণ হয়ে যাবে এসব কথা বলছে যাত্রী বৃন্দ।
আরও পড়ুন
কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থী সৈয়দা জাকিয়া নূর
ঠাকুরগাঁও ১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র নিয়েছেন যুব মহিলালীগের নেত্রী তাহমিনা
ধুনটে বৈদ্যুতিক তার থেকে ছিটকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু