শাহজাহান সিরাজ, গাইবান্ধা: করোনা পরিস্থিতির এই সময়ে গাইবান্ধা সদর উপজেলার তৃণমূল গ্রামাঞ্চল থেকে শহরের বিভিন্ন বাসা বাড়ি ও ছাত্রাবাসগুলোতেও জুয়া খেলা বেড়ে গেছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযানে গত ৭ দিনে ৩৭ জন জুয়াড়ি এবং ১৩ জনকে মাদক মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মো. শাহরিয়ার জানান, ‘গাইবান্ধা জেলা জুয়া প্রবন এলাকা। সেই সাথে করোনা পরিস্থিতির কারণে লোকজন অলস সময় পার করার কারণে জুয়া খেলার সঙ্গে জড়িয়ে যাচ্ছে কিছু মানুষ। পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা জুয়া এবং মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গত ৭ দিনে ৩৭ জন জুয়ারিকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’
আরও পড়ুন
ভৈরবে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ
শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত দুইজন
চন্দনাইশে সাবেক প্রতিমন্ত্রীসহ ১১২জনের নামে মামলা