আব্দুর রউফ রুবেল, শ্রীপুর( গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় অনুমোদনবিহীন সারিকা ফ্যাশন হাউস নামক একটি কারখানার মালিক সাদেক খানকে ৫০ হাজার টাকা এবং ৭ দিনের জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান কারখানাটির মালিক সাদেক খানকে জেল জরিমানা করেন ।
চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, সারিকা ফ্যাশন হাউস নামক কারখানাটির ভবনের বেজমেন্টে কারখানা লাইসেন্স, ফায়ার লাইসেন্স ব্যতীত অনুমোদনবিহীন ভাবে গার্মেন্টস চালু রাখায় মালিক সাদেক খানকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।অভিযানে জেলা পুলিশ এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।
আরও পড়ুন
কুবিতে ভলিবল প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন বাংলা ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
অবৈধ স্বর্ণ পাচারকালে মোটরসাইকেলসহ চুয়াডাঙ্গা ডিবির হাতে গ্রেফতার ১
রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় চারজন নিহত