হোম » প্রধান সংবাদ » খুলনায় নিক্সন মার্কেটে আগুন

খুলনায় নিক্সন মার্কেটে আগুন

রেজাউল ইসলাম তুরান, খুলনা থেকে : খুলনার রেলওয়ে হাসপাতাল রোডস্থ (নিক্সন মার্কেট) মানিক মিয়া শপিং কমপ্লেক্সের এলাহি ফ্যাশন নামের একটি পোশাকের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (২০ জুলাই) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

বয়রা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান বলেন, গত রাত পৌনে ১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুতগতিতে কাজ করে অল্পসময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!