রেজাউল ইসলাম তুরান, খুলনা থেকে : খুলনার রেলওয়ে হাসপাতাল রোডস্থ (নিক্সন মার্কেট) মানিক মিয়া শপিং কমপ্লেক্সের এলাহি ফ্যাশন নামের একটি পোশাকের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (২০ জুলাই) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
বয়রা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান বলেন, গত রাত পৌনে ১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুতগতিতে কাজ করে অল্পসময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন
ভৈরবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাপনের মনোনয়ন পত্র দাখিল
কুলিয়ারচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত