কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বিধবা আকলিমার বাড়ী আগুনে পুরে ছাই হয়ে গেছে। জানাগেছে, গতকাল শনিবার বিকেল ৫ টায় উপজেলার আটম‚ল ইউনিয়ন রামকান্দি-চককানু গ্রামের মৃত্যু বুলি মিয়ার বিধবা স্ত্রী আকলিমার বাড়ীতে আনুমানিক বিকেল ৫ টায় আগুন লাগে। ঘটনাটি এলাকার হাকিম, রোমান, মুক্তার, আপেল, ছফুরারসহ এলাকাবাসীর নজরে পড়ে।
পরে তারা শিবগঞ্জ ফায়ারসার্ভিস ষ্টেশনে ফোন করে এবং নিজেরাই আগুন নিভানের চেষ্টা করে। পরে ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার সময় বাড়ীতে ছিলোনা বলে, কান্না কন্ঠ সরে জানান বিধবা আকলিমা। আগুনে তার দুটি ঘর আসবাবপত্র সহ প্রায় লক্ষধিক টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ ফায়ার সার্ভিস অফিস। তবে আগুনের স‚ত্রপাত জানা যায়নি। তবে এলাকাবাসী ধারনা করছে বিদ্যুৎ তার থেকে এ আগুন লেগেছে।
আরও পড়ুন
বাসাইলে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় গ্রেফতার ১
বগুড়ার ঐতিহ্যবাহী দারিয়ালে চারশ বছরের পুরোনো ঘুড়ির মেলা
জামালপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন বীর উত্তম সড়কের নামফলক ভেঙ্গে ফেলেছে দর্বৃত্তরা