হোম » প্রধান সংবাদ » দিনাজপুরের ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত

দিনাজপুরের ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত
হয়েছে আরো দুজন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চড়ার হাট পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে নিহত দুজন আব্দুর রশীদ (৬০) এবং আনজু আরা বেগম (৪২)। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান বাসু দেব বর্মন (১৮)।

নিহত বাসু দেব নবাবগঞ্জ উপজেলার ৪ নং শালকুড়িয়া ইউপির বেড়া মালিয়া গ্রামের ভুরাই বর্মনের ছেলে। ঘটনাস্থলে নিহত আব্দুর রশীদ নবাবগঞ্জ উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউপির রঞ্জয়ড়যর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে এবং আঞ্জু আরা বেগম একই উপজেলার ৫ নং পুটিমারা ইউপির নয়াপাড়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। আহতরা হলেন ইজিবাইকচালক আকতারুজামান (৩৫) ও যাত্রী ওমর ফারুক (৬০)।

তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান সড়ক দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর অভিমুখী একটি মালবোঝাই ট্রাক (দিনাজপুর-ট-১১-০১৫৭) এবং নবাবগঞ্জ অভিমুখী যাত্রীবাহী একটি ইজিবাইকের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। ট্রাক ও ইজিবাইককে জব্দ করা হয়েছে। তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে।

Loading

error: Content is protected !!