মোঃ তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি: জীবননগর উপজেলার শ্রীরামপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে শাহার আলী (৩) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার সময় উপজেলার হাসাদাহ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহার আলী শ্রীরামপুর গ্রামের মনির হোসেন ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিল। এ সময় বাড়ির পাশে একটি পুকুরের ধারে খেলা করতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় শিশুটি।পরিবারের লোকজন শাহার আলীকে দীর্ঘ সময় ধরে দেখতে না পেয়ে বিভিন্ন দিকে খুঁজতে শুরু করে। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও শাহারকে পাওয়া যায়না। দুপুরের দিকে তাদের বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শাহার আলীর লাশ দেখতে পায় তার মামা।
পরে পরিবারের লোকজন পানিতে নেমে লাশটি উদ্ধার করে। নিহত শাহার আলী শ্রীরামপুর গ্রামে তার নানির বাড়িতে, বাবা ও মায়ের সাথে থাকতো। শুক্রবার সন্ধ্যায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে শাহারকে দাফন করা হয়। শাহার আলীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাসাদাহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
সাতক্ষীরায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হক ও সাবেক এসপিসহ ১৪১ জনের বিরুদ্ধে পৃথক ৩ টি হত্যা মামলা
সেন্টমার্টিন নৌ-পথে ট্রলারকে লক্ষ্য করে গুলি
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু