হোম » প্রধান সংবাদ » গাইবান্ধার দারিয়াপুর পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ চরমে

গাইবান্ধার দারিয়াপুর পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ চরমে

শাহজাহান সিরাজ, গাইবান্ধা : গাইবান্ধার ঐতিহ্যবাহী দারিয়াপুর পশুর হাটের নিজস্ব কোন জায়গা না থাকায় হাটে আগত ক্রেতা-বিক্রেতারা রোদে পুড়ছেন, বৃষ্টিতে কাদা জমে চরম দুর্ভোগেও পড়েন দুরের পাইকারসহ ক্রেতা-বিক্রেতারা। এই হাট থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও নিজস্ব কোন পশুর হাটের জায়গা না থাকায় ইজারাদাররা বাধ্য হয়ে তাদের পছন্দ মতো জায়গায় পশুর হাট বসান। ফলে স্থায়ীভাবে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে হাটে পানি ও কাদা জমে হাটুরেদের চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

এছাড়া বড়বড় কোন গাছপালা না থাকায় প্রখর রোদে পুড়তে হয় ক্রেতা-বিক্রেতাদের। প্রচন্ড গরমে অনেক সময় পশু মারা যাবার ঘটনাও ঘটে। সেজন্য ঐতিহ্যবাহী এই দারিয়াপুরের পশুর হাটের সুনাম অক্ষুন্ন রাখতে এবং ক্রেতা-বিক্রেতাদের অসুবিধাগুলা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন এই পশুর হাটের স্থায়ী একটি জায়গার ব্যবস্থা করবেন, এমনটাই প্রত্যাশা করেন সচেতন গাইবান্ধাবাসী।

error: Content is protected !!