হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় বিধবার বাড়ির চলাফেরার রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ 

হাতীবান্ধায় বিধবার বাড়ির চলাফেরার রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ 

মিজানুর রহমানঃ- লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নে ডাঙ্গাপাড়া এলাকার বিধবার বাড়ির চলাফেরার রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে,বিধবা ফরজিনা বেগম(৫৫) ও জোহরা বেগম(৫০) দুই বোন একই বাড়িতে দীর্ঘদিনযাবত অত্র এলাকায় বসবাস করছেন।অসহায় দুইবোনের জমির আইলের চলাফেরার আইলের রাস্তাটুকু কেটে নিয়ে দেয়াল তুলে রাস্তাটি বন্ধ করে দেন মোঃ আব্দুল কাশেম।
অসহায় ফরজিনা বলেন,আব্দুল কাশেমের কাছ থেকে জমি বন্ধক নিয়েছিলাম এবং কিছুদিন আগে জমির টাকা ফেরত দিয়ে জমি ফেরত নেয়।এবং পরে ঐ জমির আইলে ওয়াল তুলে রাস্তা বন্ধ করে দেন। জোহরা বেগম বলেন,রাস্তা বন্ধ করে দেয়ার পর সিংগীমারী ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি জানাইছি।এবং হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান,রাস্তা বন্ধের বিষয়টি জানার জন আগামী রবিবার চকিদার পাঠাবো।এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
error: Content is protected !!