হোম » প্রধান সংবাদ » দামুড়হুদায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান

দামুড়হুদায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান

মো: তারিকুর রহমান  চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “মুজিববর্ষে” সারাদেশে এককোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আওতায় দামুড়হুদা উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের সমন্বয়ে এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
ইউএনও দিলারা রহমান নিজ হাতে বেশ কয়েকটি বৃক্ষের চারা রোপণ করেন এবং জনসাধারণের হাতে বিভিন্ন বৃক্ষের চারা তুলে দেন। এ সময় তিনি সবাইকে মুজিববর্ষে অন্তত একটি করে গাছের চারা রোপনের আহবান জানান। এছাড়া দামুড়হুদা উপজেলা ভূমি অফিসের পিছনের পরিত্যক্ত জায়গায় ফলজ বাগান করার অভিপ্রায়ে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
error: Content is protected !!