শাহজাহান সিরাজ, গাইবান্ধা: গাইবান্ধা ডিবি পুলিশের সফল অভিযানে মটরসাইকেল চোর সিন্ডিকেট চক্রের ৮ সদস্য গ্রেফতার এবং তিনটি মটর সাইকেল উদ্ধার। ১৬ জুলাই সাড়ে তিনটার সময় গাইবান্ধা জেলা পুলিশের কনফারেন্স রুমে পুুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। প্রেস কনফারেন্সে পুলিশ সুপার বলেন, গাইবান্ধাসহ গোটা উত্তরাঞ্চলে এই মটর সাইকেল চোর চক্রের সদস্যদের ধরার জন্য সাদা পোশাকে পুলিশি নজরদারীর এক পর্যায়ে মটর সাইকেল চোর জামাত আলী, আমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ওরফে মিঠু, আঃ সামাদকে গ্রেফতার করে।
পরে পুলিশের অপর একটি টিম চোর চক্রের ছাইদুল ইসলাম, হাশেম আলী, জাহিদুল ইসলাম এবং আঃ খালেক নামের আসামীগণকে গ্রেফতার করতে সক্ষম হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ধৃত আসামীদের রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যান্য সদস্যদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি (হেডকোয়াটার) মোঃ আবু খায়ের, গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ শাহরিয়ার প্রমুখ।
আরও পড়ুন
শ্যামনগর নৌকার প্রার্থী দোলন–কে গণসংবর্ধনা
সিরাজগঞ্জে মহাসড়কে সবজি বোঝাই পিকআপে আগুন
৬১৯ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব