হোম » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রীর নির্দেশে বৃক্ষরোপণ করলেন ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান

প্রধানমন্ত্রীর নির্দেশে বৃক্ষরোপণ করলেন ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান

নাসিম আহমেদ রিয়াদঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে এককোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন প্রাঙ্গণে তেঁতুল, ছাতিয়ান ও চালতা প্রজাতির তিনটি চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এর পরপরই মাননীয় প্রধানমন্ত্রী আহবানে সারা দিয়ে ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধানের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (১৬ই জুলাই) ব্যাক্তিগত মালিকাদী জসীম টাওয়ার প্রকল্পে চাঁদপুর-১ কচুয়া ২ নং পাথৈর ইউনিয়ন মালিগাও, মধুপুর বাজার সংলগ্নে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করেছেন চাঁদপুর -১ কচুয়ার কৃতি সন্তান , জে বি ওয়ান কর্পোরেশনের সন্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, ৮০ দশকের সাবেক ছাত্রনেতা, জাপান আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান।
নানা প্রজাতির যেমন ব্রুনাই কিং আম, কিউজই আম, হাড়িভাংগা আম, কাটমিন বারমাসী আম, আমরুপালী, ভিয়েতনাম নারিকেল, কেরেলা নারিকেল, লিচু, কমলা, মালটা, মেহগনি, একাশি, বেলজিয়াম, লমবো, সেগুন, গামারী ইত্যাদি প্রাথমিক পর্যায়ে প্রায়ই  ৪০০ টি চারা গাছ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন  হাজী মোঃ আবদুল ছাত্তার, ইকবাল সরদার, শাকিল সারদার, নাসিম খাঁন, মোহাম্মদ সেলিম, কামরুল ইসলাম, মোঃ কাইছার, আজহারু, ইমন, রায়হান, রাসেল, সজিব, জাবেদ, জয়, সবুজ, সাইমন, সাইফুল।আরও উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম, ইমরান কাইফ, রিয়াদ, আলাউদ্দিন, মোস্তফা কামাল, নেহাল আহম্মেদ।
মো: জসীম উদ্দিন প্রধান বলেন, ‘‘মুজিব বর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। তিনি আরও বলেন পরিবেশ যদি ঠিক থাকে তাহলে আমাদের জীবনধারন স্বাভাবিক থাকবে, এই পৃথিবীতে পরিবেশেরও অধিকার আছে, পরিবেশ ঠিক রাখা আমাদের দায়িত্ব । আসুুন আমরা সবাই বৃক্ষ রোপণ করি এবং সবুজায়নের অগ্রযাত্রার সঙ্গী হই। সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ আমাদের অস্তিত্বে মিশে আছে। প্রতি বছর যে হারে গাছ নিধন হচ্ছে ঠিক সেই অনুপাতে বৃক্ষরোপন হচ্ছে না।ফলে পরিবেশ হয়ে উঠছে রুক্ষ, উত্তপ্ত, কঠিন।একমাত্র বৃক্ষরোপনই পারে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে।’’

Loading

error: Content is protected !!