স্থানীয় ট্রাক ড্রাইভার রাজা জানান, এখানে মাঝেমধ্যেই ভুলবশত খারাপ লেনে গাড়ি ঢুকে পড়ে ফলে দুর্ঘটনা তৈরি হয়। কিছু দিন আগে বনপাড়া নতুন বাজার ব্রীজে তুসবুঝাই ট্রাক উল্টে স্বামী স্ত্রী চাপা পরে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন তাদের কলে ছিলো ৪ বছরের কন্যা সন্তান কে নিবে তার দায়িত্ব। প্রতিনিয়ত এরকম ছোট বড় দুর্ঘটনা ঘটছে। দুঘটনার পরে দেখায়ায় সরক পরিবহনের রিপিরিয়ারিং এর গাড়ি এসে কিছু ঘসামাজা করে চলে যায়।
বেশ কয়েকবার সংস্কারের পর আর সংস্কার না করে কাজ বন্ধ রেখেছে সড়ক কর্তৃপক্ষ। কবে কাজ হবে তা কেউ জানে না। এদিকে বনপাড়া বাজারে ব্লাকস্পটের ভাঙ্গায় গতমাসে গাড়ি উল্টে মারাগেলো ২ টি তাজা প্রাণ। এমন ঘটছে অহরহ, কিন্তু এসব দেখেও যেন না দেখার ভান করে নাটোর সড়ক বিভাগ।
আরও পড়ুন
পীরগঞ্জে বীজ ও সার বিতরণ
হয়রানিসহ নারীদের কূপ্রস্তাব দেয় রাজশাহী শিক্ষা বোর্ডের জাহিদুর রহিম
শেরপুর মুক্ত দিবস উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত