হোম » প্রধান সংবাদ » গাইবান্ধায় স্বপ্নে শেখা কিংবা জ্বীন হাজির করে চিকিৎসা দেয়ার নামে প্রতারণা করছে তান্ত্রিক ফকির-কবিরাজ

গাইবান্ধায় স্বপ্নে শেখা কিংবা জ্বীন হাজির করে চিকিৎসা দেয়ার নামে প্রতারণা করছে তান্ত্রিক ফকির-কবিরাজ

শাহজাহান সিরাজ, গাইবান্ধা : গাইবান্ধায় স্বপ্নে শেখা কিংবা জ্বীন হাজির করে বিভিন্ন রোগের চিকিৎসা দেয়ার নামে প্রতারণা করছেন কিছু অসাধু তান্ত্রিক ফকির- কবিরাজ। তাদের কাছ থেকে ঝাঁড়-ফুক, তাবিজ-কবজ আর পানি পড়া নিয়ে সাধারণ মানুষরা প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত। গাইবান্ধা জেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে কিছু ধান্দাবাজ মানুষ কবিরাজি এবং ফকিরালির নামে তুলা রাশি পাতার মাধ্যমে জ্বীন হাজির করান।

 

কেউবা আবার স্বপ্নে শেখা সকল রোগের মহাঔষধ বানিয়ে সাধারণ মানুষজনকে ধোকা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। বর্তমানে করোনা মহামারির এই পরিস্থিতিতে ধান্দাবাজ ঐসব ফকির এবং কবিরাজদের দৌরাত্ব ব্যাপকভাবে বেড়ে গিয়েছে বলে মনে করেন গাইবান্ধাবাসী। এসব তান্ত্রিক ফকির এবং স্বপ্নে শেখা সকল রোগের ওষুধ বানানো ভন্ড কবিরাজদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরীভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন, এমনটাই প্রত্যাশা করেন সচেতন গাইবান্ধাবাসী।

Loading

error: Content is protected !!