খুলনা প্রতিনিধি: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে আরো ১০৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে তাদের নমুনা পরীক্ষার পর খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুমেকের পিসিআর ল্যাবে সর্বমোট ২৮২টি নমুনা সংগ্রহ করা হয়। খুলনার নমুনা সংগ্রহ পরীক্ষা ছিল ২৬৮টি। পজেটিভ রিপোর্ট এসেছে ১০৩টি। এরমধ্যে খুলনার পজেটিভ আছে ৯২টি। এছাড়া যশোরের ৪ জন, বাগেরহাটের ৪ জন, সাতক্ষীরার ২ জন ও পিরোজপুরের ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন
কুবিতে ভলিবল প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন বাংলা ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
অবৈধ স্বর্ণ পাচারকালে মোটরসাইকেলসহ চুয়াডাঙ্গা ডিবির হাতে গ্রেফতার ১
রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় চারজন নিহত