হোম » প্রধান সংবাদ » শেরপুর জেলা ছাত্রদল সভাপতি সওকত অসুস্থ ভর্তি সদর হাসপাতালে, দোয়া চাইলেন সকলের কাছে

শেরপুর জেলা ছাত্রদল সভাপতি সওকত অসুস্থ ভর্তি সদর হাসপাতালে, দোয়া চাইলেন সকলের কাছে

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন গুরত্বর অসুস্থ হয়ে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জুলাই সোমবার সকাল ১০ টায়।  শহর ছাত্রদলের নেতা খালিদুজ্জামান সিদ্দিক  আসিফ জানান,  শওকত ভাই আজ সকালে হঠাৎ করে শরীরে  প্রেসার হাই হওয়ার  অসুস্থ হয়,  তাৎক্ষণিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।   দলের নেতাকর্মীরা বলেন, আপনারা সবাই বা তার শুভাকাঙ্ক্ষীসহ সকলে হাসপাতালে দেখা না করে, বাসায় থেকে তার জন্য সুস্থ্যতার জন্য দোয়া করেন। এসময় সভাপতির সুস্থতা জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!