হোম » প্রধান সংবাদ » ধুনটে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় পুষ্টি বাগান স্থাপনের উদ্বোধন

ধুনটে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় পুষ্টি বাগান স্থাপনের উদ্বোধন

এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের ৩২০টি কৃষক পরিবারে সবজি ও পুষ্টি বাগান স্থাপনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চান্দিয়ার গ্রামের প্রান্তিক কৃষক শাহজাহান আলীর বসতবাড়ির আঙ্গিনায় সবজি ও পুষ্টি বাগান স্থাপনের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, শাহীনুর ইসলাম, আওয়ামীলীগ নেতা বাহাদুর আলী প্রমূখ।

error: Content is protected !!