রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪ নং থালতামাঝগ্রাম ইউনিয়নের শিশু মেয়ে ধর্ষনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ এর (ক) ধারায় নন্দীগ্রাম থানায় দায়েরকৃত মামলার আসামি হাফেজ রুহুল কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ১১ জুলাই নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার সদর থানাধীন দিঘিরপাড়া গ্রামের দুরসম্পর্কের এক আত্মীয়ের বাড়ি থেকে শিশু ধর্ষনকারী আলোচিত সেই লম্পট হাফেজ রুহুল কুদ্দুসকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানায় উক্ত মামলার তদন্তকারী অফিসার এইআই ফারুক হোসেন পিপিএম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, যেহেতু এটি একটি আলোচিত ঘটনা তাই আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে দিন রাত পরিশ্রমের মাধ্যমে আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। তিনি আরো বলেন, মেয়েটি (২২) ধারায় জবানবন্দীও দিয়েছে।
আরও পড়ুন
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনাকে সর্বতো সমর্থন অব্যাহত রাখতে হবে — রবি উপাচার্য
জাতীয় দিবস মহান স্বাধীনতা -২০২৩ উপলক্ষে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত
ফ্রিজে ঢুকিয়ে কুরিয়ারে ফেনসিডিলের চালান!