রাবি প্রতিনিধিঃ করোনা মহামারীতে শিক্ষার্থীদের পড়াশোনার স্থবিরতা কাটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘আরইউ ট্যালেন্ট হান্ট-২০২০’। স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ’ স্লোগানে বিশ্বাসী ‘ইউনাইটেড ন্যাশন্স ইউথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউনিস্যাব)- রাজশাহী বিভাগ’ শিক্ষার্থীবান্ধব ও সৃজনশীল এ আয়োজন করেছে।
সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানায় সংগঠনটির মিডিয়া অ্যান্ড এক্সর্টানাল অ্যাফেয়ার্স সমন্বয়ক-তাফহিম আহমেদ। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে বলে জানায় সংগঠনটি।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে মাসব্যাপী ৫টি ভিন্ন ভিন্ন সেগমেন্টে বিভক্তের সুযোগ রয়েছে।সেগমেন্ট গুলো হল- প্রো গ্রাফিক্স ডিজাইনার , ইনোভেটিভ পোস্টার ক্রিয়েশন , স্লাইড মেকিং কন্টেস্ট , আর ইউ এনালিস্ট এবং কুইজ ব্যাটেল ।
সেগমেন্টে অংশগ্রহনের অনলাইন রেজিষ্ট্রেশন রবিবার রাত ৯টা থেকে শুরু হয়ে ২৬ জুলাই রাত ১২ টা পর্যন্ত চলবে। প্রতিটি সেগমেন্টে অংশগ্রহণকারী ও বিজয়ীদের সনদপত্র প্রদান করা হবে।
সংগঠনটি জানায়, প্রায় চার মাস থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ। সদ্য প্রথম বর্ষের শিক্ষার্থীদের কারিকুলাম ও কো-কারিকুলাম কার্যক্রমের স্থবিরতা কাটাতে আমাদের এ উদ্যোগ। এছাড়া করোনাকালীন সময়ে ‘টু-বি ইয়েল্ডিং’ শিরোনামে শিক্ষার্থীদের জন্য বিভন্ন বিষয়ে ফেইসবুক লাইভ সেশন আয়োজন করে আসছে সংগঠনটি।
আরও পড়ুন
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ
ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা