হোম » প্রধান সংবাদ » বগুড়া ধুনটে বন্যা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়া ধুনটে বন্যা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত

এম এ রাশেদ (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার ধুনট উপজেলার বন্যা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ধুনট উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে উক্ত সভা অুনষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অথনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মিজ্ ফাতিমা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে মিজ্ ফাতিমা ইয়াসমিন বলেন, করোনা ও বন্যা মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারপর করোনা নামক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে সবাইকে আরো সচেতন হতে হবে। তিনি আরো বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। তাই বন্যা সহ যেকোন দূর্যোগ মোকাবেলায় সবাইকে একযোগে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, তদন্ত মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল প্রমূখ।

error: Content is protected !!