মো : তাৱিকুৱ ৱহমান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা :চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান (পিএসসি) গতকাল শনিবার রাত ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অন্তর্গত সীমান্তবর্তী হৈবতপুর গ্রামের পাঁচকবর মাঠ থেকে ১২০ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হন।
আরও পড়ুন
মেট্রো রেলের টিএসসি ও বিজয় স্বরণী স্টেশন চালু হচ্ছে ১৩ ডিসেম্বর
হাতীবান্ধায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে অন্তসত্ত্বা নারীর আত্মহত্যা
পীরগঞ্জে বীজ ও সার বিতরণ