মো : তাৱিকুৱ ৱহমান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা :চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান (পিএসসি) গতকাল শনিবার রাত ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অন্তর্গত সীমান্তবর্তী হৈবতপুর গ্রামের পাঁচকবর মাঠ থেকে ১২০ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
সিরাজগঞ্জে টিসিবির পণ্য পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
বগুড়ার আদমদীঘিতে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন