হোম » প্রধান সংবাদ » জামালপুর প্রেসক্লাবের  নতুন ভবনের শুভ উদ্বোধন 

জামালপুর প্রেসক্লাবের  নতুন ভবনের শুভ উদ্বোধন 

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের  শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুলাই)  বিকেল ৪ টায় জামালপুর প্রেসক্লাবের নতুন ভবনের  সভাকক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি । জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন  করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজাউল করিম রেজনু।
আমন্ত্রিত অতিথি হিসাবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, এসিল্যান্ড মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, প্যানেল মেয়র ফজলুল হক, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু,সাধারণ সম্পাদক ফারহান আহমেদসহ সাংবাদিক, কবিসাহিত্যিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Loading

error: Content is protected !!