মো: তারিকুর রহমান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা: ১১ই জুলাই ২০২০ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালনায় সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা এর তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নেতৃত্বে সদর উপজেলার হিজলগাড়ী এবং ডিঙ্গেদহ মোকামতলা এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মুদিখানা, ফলের দোকান, মাছ বাজার, সবজিবাজার ও হোটেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, পণ্যের মোড়কীকরণ বিধি বহির্ভূত পন্য বিক্রয় ও মুল্যতালিকা প্রদর্শন না করা, ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ০৪টি প্রতিষ্ঠানকে ৫,৫০০/- টাকা জরিমানা করা হয়। এসময় করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে সচেতন করা হয়।
আরও পড়ুন
যশোরে সব আসনেই দলীয় প্রার্থীর বিপক্ষে লড়বেন নৌকাবঞ্চিতরা
কুকুরের কামড়ে অসুস্থ নূসরাতের পাশে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার
নোয়াখালী হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা