হোম » প্রধান সংবাদ » হরিপুর থানা পুলিশ এখন ইউনিয়ন পরিষদে

হরিপুর থানা পুলিশ এখন ইউনিয়ন পরিষদে

জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশ এখন জনগনের সেবা বৃদ্ধি করা
জন্য সবসময় ইউনিয়ন পরিষদে পাওয়া যাবে বলে জানা গেছে। হরিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আইজিপি মহোদয়ের নির্দেশনায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাঃ মনিরুলজ্জামান,পিপিএম এর তত্বাবধানে হরিপুর থানার প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কর্যক্রম শুরু করা হয়েছে।

প্রতিটি ইউনিয়নে একজন করে অফিসার দায়িত্ব পালন করার জন্য দেওয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট বিট অফিসারকে আইনি বিষয়ে অভিযোগ ও সমস্যা বিষয়ে অবগত করলে তিনি  প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করবেন এবং সংশ্লিষ্ট কতৃপক্ষে জানিয়ে ব্যবস্তা গ্রহণের আশ্বাস জানান জনসাধারণের প্রতি। এ কার্যক্রম কে সাধুবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধারা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, পুলিশিং কমিটি,

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বৃন্দসহ সুশিল সমাজের ব্যক্তিগণ। এবিষেয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন, জনগনের সেবা করার জন্য আমাদেরকে সরকার চাকুরি দিয়েছে তার মানে এই নয় আমি/আমারা থানায় বসে সববিষয় দেখবো। জনগণের কাছে প্রচাইতে এবং পুলিশের কার্যক্রম আরো গতিশীল করতে যা করার দরকার তাই করছে আইজিপি মহোদয় এবং জেলা পুলিশ সুপার মোহাঃ মনিরুলজ্জামান স্যার।

error: Content is protected !!