আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে মুদি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করতেন হানিফ প্রামানিক (৬০) নামের এক ব্যক্তি। তার দোকানে খদ্দের সেজে ফেনসিডিল কিনতেন অনেক মাদক ক্রেতারা। শুক্রবার রাত ৮টায় পাল্লা মোড়ে তার দোকান থেকে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর বিষয়টি বেরিয়ে আসে। গ্রেপ্তারকৃত হানিফ প্রামানিক উপজেলার সান্তাহার ইউনিয়নের পাল্লাগ্রামের মৃত শুকুর প্রমানিকের ছেলে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, হানিফ দীর্ঘদিন ধরে মুদি
দোকানের আড়ালে কৌশলে মাদক ব্যবসা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় প্রথমে তার দোকানে ও পরে বাড়িতে অভিযান চালিয়ে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হানিফের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, হানিফের বিরুদ্ধে থানায় মাদক আইনে তিনটি মামলা রয়েছে।
আরও পড়ুন
হাতীবান্ধা এস এস একাডেমির জার্সি উন্মোচন ও চাইনিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ
ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা